Chrome Extensions: আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে গুগল ক্রোম এক্সটেনশন (chrome extensions) গুলো আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারি।
গুগল ক্রোম এক্সটেনশন কি ( what is google chrome extensions?)
গুগল ক্রোম এক্সটেনশন হলো Chrome Browser এর একটি সুবিধা যার মাধ্যমে আমরা ক্রোম ব্রাউজারে বিভিন্ন ফিচার বা টুল এড করতে পারি। এক্সটেনশন অর্থ হলো বর্ধিত করা আর এই থেকে আমরা বলতে পারি যে Google Chrome extensions আমাদের ক্রোম ব্রাউজারের বিভিন্ন টুল বা সুবিধা সমূহ দিয়ে থাকে। গুগলের ক্রোম এক্সটেনশন গুলো বিভিন্ন ফিল্ডের লোক ব্যবহার করে থাকে বিভিন্ন প্রয়োজনে । Chrome extensions ব্যবহারে আমরা ভিপিএন সার্ভিস, থীম চেঞ্জ, এসইও টুলস, কালার পিকার সহ আরো অনেক টুলস আছে যেই গুলো ব্যবহার করে আমাদের কাজ গুলো সহজেই করতে পারি।
কিন্তু সমস্যা হলো google chrome extensions mobile ইউজার দের জন্য অফিসিয়ালি দেওয়া হয় নি এই জন্য আমরা দেখে থাকব গুগল ক্রোম অ্যান্ড্রয়েড বা আইফোন ব্রাউজারের এক্সটেনশন এর কোন ব্যবস্থা নেই। তাই আজকে আমি দেখাব কিভাবে আপনরা গুগল ক্রোম এক্সটেনশন গুলো সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যবহার করতে পারেন।
How to use chrome extension on android
১। প্রথমে গুগল প্লে স্টোর থেকে Kiwi Browser – Fast & Quiet ব্রাউজার টি ইন্সটল করে ওপেন করুন।
২। এরপর অ্যাপ টি ওপেন করি উপরে দিকে ডানপাশে থ্রি ডট মেনু দেখতে পারবেন সেখানে প্রেস করুন।
৩। এখন এখানে একটু নিচের দিকে স্ক্রন করে দেখুন Extensions লিখা আছে এইটাই প্রেস করুন।
৪। এখন এইখান থেকে Developer Mode টি অন করে দিন।
৫। এখন আমাদের chrome web store প্রবেশ করতে হবে এবং নিজের পছন্দ বা কাজের যে এক্সটেনশন সেটি খুঁজে বের করে নিতে হবে।
৬। আমি ক্রোম ওয়েব স্টোর থেকে Betternet vpn এর chrome extensions টি এড করে দেখাব তাই এটির উপর টাপ করলাম।
৭। এক্সটেনশন এর পেজে ঢুকার পর আপনাকে Add to chrome এ ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
৮। এখন এই উইন্ডো তে আমি কি এই ক্রোম এক্সটেনশন টি এড করতে চাইছি কিনা সেটা এইখানে ওকে দিতে হবে।
৯। আপনার ক্রোম এক্সটেনশন টি এড হয়েছি কিনা তা জানার বা ব্যবহার জন্য আবার ঐ থ্রি ডট মেনু তে ক্লিক করে নিচের দিকে গেলেই সব এড করা এক্সটেনশন গুলো দেখতে পারবেন।
১০। এইভাবে আপনার প্রয়োজনীয় এক্সটেনশন গুলো সহজেই অ্যান্ড্রয়েড ব্রাউজারে ব্যবহার করতে পারেন। ক্রোম এক্সটেনশন ফিচার গুগল ক্রোমের মোবাইল ভার্সন ব্রাউজারে নেই কিন্তু এই থার্ড পার্টি সফটওয়্যার গুলো ক্রোম এক্সটেনশন সাপোর্ট করে থাকে। আপনি এই ব্রাউজার ছাড়া Yandex ব্রাউজার ব্যবহার করেও ক্রোম এক্সটেনশন গুলো ব্যবহার করতে পারবেন। আর যেহেতু আমরা কম্পিউটার জিনিস মোবাইল ব্যবহার করছি সব এক্সটেনশন ঠিক মতো কাজ নাও করতে পারে বা মোবাইলের জন্য ফ্রেন্ডলি হবে না।
আরো পড়ুনঃ
Mi account এর কাজ কি? কেন এটি প্রয়োজন ও গুরুত্বপূর্ণ
স্মার্টফোনের “ফোন মেমোরি ফুল” হয়ে গেলে কি করবেন?
মোবাইল দিয়ে প্রোগ্রামিং শিখার দারুণ অ্যাপ Programming Hero
কম্পিউটারে স্ক্রিনশট কিভাবে নিতে হয়? স্ক্রিনশট নেওয়ার ৩টি উপায়।
আশা করি আপনাদের কে গুগল ক্রোম এক্সটেনশন মোবাইলের ব্যবহার করার উপায় টি জানাতে পেরেছি। ধন্যবাদ
Leave a Reply