MI Account: আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনা হলো শাওমি মোবাইল ব্যবহারকারীর জন্য। আমরা যারা শাওমি কোম্পানির মোবাইল ব্যবহার করে থাকি তার হয়তো অনেকেই মি অ্যাকাউন্ট (MI account) এর সাথে পরিচিত কিন্তু অনেকেই এর সঠিক ব্যবহার জানে শুধু প্রয়োজনে খুলে রেখেছে। আজকে আমি শাওমি মোবাইলে MI account এর কাজ কি ? কেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটির মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি সেটি নিয়ে আলোচনা করা হবে।
Table of Contents
Mi account এর কাজ কি এবং এর ব্যবহার
Mi account ব্যবহার করে আমরা শাওমি মোবাইলের বিভিন্ন সার্ভিস গুলো ব্যবহার করতে পারি সেই সার্ভিস গুলোর সংক্ষেপে আলোচনা করা হলোঃ-
১। ক্লাউড স্টোরেজ (Xiaomi Cloud)
আপনার যদি একটি এমআই অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি আনার ফোনের মেসেজ, কল হিস্টোরি, ফটো, হোম স্ক্রিন ইত্যাদির ব্যাকআপ সুবিধা পাবেন। আপনার ফোন টি যদি Mi account দ্বারা ক্লাউড স্টোরেজ এর সাথে Sync করে রাখেন সেই গুলো অটো আপলোড হয়ে যাবে এবং পরে আপনি অন্য যেকোন জায়গা থেকে এই জিনিস গুলো অ্যাক্সেস করতে পারবেন শুধু আপনার অ্যাকাউন্ট টি তে লগিন করতে হবে। এমনি কি শাওমি ক্লাউড ফিচার টি ব্যবহার করে আপনি শেষ ৩০ দিন এর মধ্যে যা ডিলিট করছেন তা পাবেন। এর জন্য MI account দিয়ে xiaomi cloud এ লগিন করতে হবে । https://i.mi.com/
২। হারিয়ে ফোন ফিরে পেতে Mi account- Find Device
আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি তারা অনেকেই জানি গুগল অ্যাকাউন্ট অর্থ্যাৎ জিমেইল দিয়ে Find My Device সার্ভিস টি ব্যবহার করে আমরা আমাদের ডিভাইসের লোকেশন দেখতে পারি, ফোন লক করে দিতে পারি ইত্যাদি করে দিতে পারি। ঠিকই এই জিনিস টা শাওমি মোবাইল ব্যবহারকারী রা তাদের MI account এর মাধ্যমে তাদের হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সহয়তা পেতে পারে।
৩। Themes
Mi account থাকলে শাওমি মোবাইল গুলো তে থাকা Themes অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ধরনের Themes, Wallpapers, Ringtones, Fonts, Lock style সহ আরো বিভিন্ন ধরনের সার্ভিস গুলো নিতে পারবে। Themes অ্যাপ অনেক ফ্রি সুন্দর সুন্দর ওয়ালপেপার সহ ফন্ট রিংটন রয়েছে যেই গুলো উপভোগ করতে পারেন।
৪। MI Forum & Mi community
MI account থাকলে আপনি শাওমি অফিশিয়াল ফোরামের সাথে যুক্ত হতে পারবেন যেখানে বিভিন্ন দেশের শাওমি মোবাইল ব্যবহারকারী রয়েছে। শাওমি মোবাইল ব্যবহারকারীরা এখানে তাদের সমস্যা টিপস ট্রিক ইত্যাদি বিভিন্ন বিষয় গুলো আলোচনা করে থাকে। সেই সাথে শাওমি থেকে আয়োজিত বিভিন্ন কনটেস্ট এর আপডেট এইখান থেকে পেয়ে যাবেন এবং যদি আপনি সেই কনটেস্ট জয়েন করে উইন হোন তাহলে মজাই আলাদা।
৫। নতুন ডিভাইস পুরানো জিনিস
আপনার Mi account টি সাথে সব কিছু যদি Sync করা থাকে তাহলে আপন সহজেই আপনার নতুন শাওমি ফোনে আগের মি অ্যাকাউন্ট টি লগিন করলে সব ডাটা গুলো পেয়ে যাবেন। এর ফলে নতুন করে কন্যাক্ট সহ আরো জিনিস গুলো সেভ করা লাগবে না।
আশা করি আপনার বুঝতে পেরেছেন mi account এর কাজ কি এবং কেন এটি আমাদের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ জিনিস।
আরো পোস্টঃ
স্মার্টফোনের “ফোন মেমোরি ফুল” হয়ে গেলে কি করবেন?
ওয়েবক্যাম নেই? আপনার মোবাইল দিয়ে ওয়েবক্যাম বানিয়ে ফেলুন ।
ব্যাটারি সেভার অ্যাপ গুলো কি সত্যিই কাজ করে? ব্যাটারি সেভ করার উপায়।
Leave a Reply