Page Builder: ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি এবং এর ব্যবহার।

Page builder কি? ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি?

আজকের আলোচনা ওয়ার্ডপ্রেস এ একটু গুরুত্ব জিনিস পেজ বিল্ডার (Page Builder) সম্পর্কে। আজকের এই পোস্ট থেকে আমরা জানব ওয়ার্ডপ্রেসে পেজ বিল্ডার টা কি জিনিস, পেজ বিল্ডার কেন এবং কোথায় ব্যবহার করা হয়।

ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার কি? (What is Page Builder In WordPress)

ওয়ার্ডপ্রেসে পেজ বিল্ডার হলো এমন এক ধরনের প্লাগিন যা দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস এর পেজ গুলো ডিজাইন বা ডেভেলম্প করতে পারব নিজের মতো করে। Page Builder কোডিং দক্ষতা ছাড়াই আমাদের ড্রাগ/ড্রপ করে পেজ ডিজাইন করতে সাহায্য করে। পেজ বিল্ডার ব্যবহার করে আমরা একটি ওয়েব সাইটের হোম পেজ বা অন্য যেকোন পেজ ডিজাইন করতে পারি সহজেই। আমরা কিছু ওয়ার্ডপ্রেস থিম দেখতে পাই যেই গুলো আমাদের আগে থেকে ডিজাইন দিয়ে থাকে সেই গুলো কিছু জিনিস চেঞ্জ করা ছাড়া আর কিছু করতে পারি না যে লেআউট টা ওরা দেয় সেটিই ব্যবহার করতে হয়।

কিন্তু বর্তমানে পেজ বিল্ডারস প্লাগিন গুলোর অবদানে আমরা সহজেই যেকোন পেজ কে নিজের ইচ্ছা মতো লেআউট করে বা ডিজাইন করে নিতে পারি। বর্তমানে যেই সব থিম তৈরী করা হচ্ছে সেই সব থিম গুলো Page Builder এর উপর ভিত্তি করে বানানো হচ্ছে এর ফলে থিম ইন্সটল করার পর কাস্টমাইজ করা আরো সহজতর হয়ে গেছে।

জনপ্রিয় ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার (Popular WordPress Page Builder)

ওয়ার্ডপ্রেস এর জন্য মার্কেটে অনেক প্লাগিন রয়েছে তার মধ্যে জনপ্রিয় পেজ বিল্ডার প্লাগিন গুলোর মধ্যে Elementor Page Builder, DIVI Page Builder, WP Page Bakery ইত্যাদি। এইসব পেজ বিল্ডার গুলোর ফ্রি ও পেইড ভার্সন রয়েছে আর জানেন তো ফ্রি মানেই কিছু লিমিটেশন যা ব্যবহার করার সময় বুঝতে পারবেন। বর্তমানে জনপ্রিয় পেজ বিল্ডারের মধ্যে একটি হলো Elementor Page Builder যার মাধ্যমে ফ্রি ভার্সন টা দিয়ে বেসিক ডিজাইন কাজ গুলো করতে পারবেন । ইলিমেন্টর এর কিছু ইলিমেন্ট আছে যেই গুলো ব্যবহার করতে হলে অবশ্যই Elementor Pro ভার্সন টি ব্যবহার করতে হবে।

Elementor page builder
Image Credit: elementor offical

Elementor Plugin

ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার গুলোর সুবিধা

  • সহজেই নিজের ইচ্ছা মতো পেজ ডিজাইন বা কাস্টমাইজ করতে পারবেন
  • পেজ বিল্ডার দিয়ে সাইট বা পেজ বানাতে তেমন কোন কোডিং দক্ষতা লাগছে
  • পেজ তৈরীর সময় বিভিন্ন ইলিমেন্ট কে এনিমেশন দিতে পারবেন
  • নিজের ইচ্ছা মতো ফন্ট, কালার, লেআউট সেটআপ করতে পারবেন
  • পেজ বিল্ডারস গুলোর মধ্যে আগে থেকে কিছু লেআউট বা ডিজাইন লাইব্রেরি থাকে যা ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবেন
  • Font Awesome গুলোর আইকন ব্যবহার করতে পারবেন
  • ভিজুয়্যাল ডিজাইন(Visual Design ) সুবিধা রয়েছে অর্থ্যাৎ ডিজাইন করার সময় লাইভ দেখতে পাবেন কি করছেন না করছেন
  • কাস্টম সিএসএস কোড লিখার সুযোগ
  • আরো সুবিধা নির্ভর করছে যে Page Builder টি ব্যবহার করছেন তার উপর

ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার গুলোর অসুবিধা

  • পেজ বিল্ডার দিয়ে তৈরী করা ওয়েবসাইট গুলো লোডিং স্পিড বেশি হয়ে থাকে
  • ফ্রি ভার্সন দিয়ে লিমিটেড ডিজাইন করতে পারেবন
  • পেজ বিল্ডার প্লাগিন আনইন্সটল করে দিলে ডিজাইন কাজ করবে না
  • পেজ বিল্ডার দিয়ে একবারে হাতে কোড করার মতো ডিজাইন করা যাবে না যেই সব জঠিক ডিজাইল তা এটি দিয়ে করা গেলেও আশানুরুপ হবে না।

আরো ওয়েব টিউটোরিয়ালঃ

আপনার ব্লগ সাইটের জন্য অসাধারণ 5 টি ফ্রি ওয়ার্ডপ্রেস থিম।

আপনার ওয়ার্ডপ্রেস সাইটে Facebook Comments System করুন

Push Notifications: কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন সিস্টেম করতে হয়।

আপনার ডিজাইন করা স্ট্যাটিক ওয়েবসাইট ফ্রিতে হোস্টিং করুন। Netlify Tutorial-01

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock
error: Content is protected !!